ইরানে আন্তর্জাতিক শিল্পকলা উৎসবে বাংলাদেশি শিল্পীর প্রথম পুরস্কার লাভ – বাংলাদেশ প্রতিদিন


বাংলাদেশ প্রতিদিন
ইরানে আন্তর্জাতিক শিল্পকলা উৎসবে বাংলাদেশি শিল্পীর প্রথম পুরস্কার লাভ ।
ইরানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৯-১৮ সেপ্টেম্বর ইরানের জরগান শহরে অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক তরুণ শিল্পী শিল্পকলা উৎসবে বাংলাদেশের তরুণ শিল্পী মো হাসান মোরশেদ চিত্রকলায় প্রথম পুরস্কার
পেয়েছেন । ১২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পী হাসানকে পুরস্কার হিসেবে এক হাজার ৫০০ মার্কিন ডলার, সনদ পত্র এবং ট্রফি প্রদান প্রদান করা হয়। উল্লেখ্য, ওই আন্তর্জাতিক উৎসবে ইরান ও বাংলাদেশসহ
২১টি দেশের দুই শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন! হাসান মোরশেদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা অনুষদে এমএফএ প্রথম পর্বে অধ্যয়ন করছেন।
বিজ্ঞপ্তি সম্পাদক

free counters

Hasan Morshed © 2024. All Rights Reserved