বাংলাদেশ সময়
ঢাকা।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০০৮
মুক্তিযুদ্ধের চেতনায় কমিক বই প্রকাশ করল শিক্ষার্থীরা।
মঞ্চ প্রাতবেদক
২১ শতক। দারিদ্রতা, জনসংখ্যার চাপ ইত্যাদি সমস্যার সাথে বাড়ছে প্রযুক্তির আধুনিকতা । আজকে এ সময়ে এসে আমাদের মনে কিছু প্রশ্ন জাগে । আমাদের মহান মুক্তিযুদ্ধের মহানায়কেরা কেমন আছেন? তারা আজ কোথায়? নতুন প্রজন্ম তাদের কি ভাবে স্মরণ করছে? আমরা কি তাদের চাহিদা পূরণ করতে পেরেছি? এই সব প্রশ্নের উত্তরে সম্প্রতি কযেকজন তরুণ শিক্ষার্থী 'WITH LIVING LEGEnds' শিরোনামে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে বিভিন্ন কর্মকাণ্ড করেছে। যুক্তির বেড়াজাল ভেঙ্গে এই শিক্ষার্থীরা কিছু পরিকল্পনা এবং কার্যক্রম হাতে নিয়েছিল এবং তা সম্পন্ন করেছে। তাদের কর্মকান্ডের মধ্যে ছিল প্রচলিত super hero দের ধারণা ভেঙে দিয়ে আমাদের দেশে মুক্তিযোদ্ধা super hero দের সাথে পরিচয় করিয়ে দেয়া। ' মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদারদের বর্বরচিত আচরণের প্রভাব না ফেলে শিশুমনে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করা এবং মুক্তিযুদ্ধকে শিশুতোষ উপস্থাপনের মাধ্যমে প্রকাশ করা ৷ ৩ দিনব্যাপী প্রাথমিক স্কুলভিত্তিক কর্মশালার আয়োজন করেছে । সম্প্রতি তারা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের ওপর কমিক বই, যেখানে নিরলসভাবে কাজ করেছে চারুকলার চারজন শিক্ষার্থী ৷
১ম দিন- মুক্তিযোদ্ধা(super hero)দের বিজয়গাঁথা শিশুদেরকে বলা এবং মডেলসহ তা উপস্থাপন । ২য় দিন- তারা তাদের মত করে super hero- দের কে ছবিতে তুলে আনে । ৩য় দিন- ১ম ,২য়, ৩য় স্থান অধিকারী শিশুরা super hero দের থেকে পুরস্কার গ্রহন করে। শিশুদের জন্য বর্ণিল কমিক্স স্টিকার প্রকাশ এবং শিশুদের জন্য বৃহৎ আকারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা। এই আয়োজনের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, হাবিবুল্লাহ বাহার কলেজ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, E.O.U.D.A ইডেন মহিলা কলেজ এবং বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিরা কাজ করেছেন।
প্রথম আলো
শনিবার, ৩০ আগস্ট ২০০৮
উইথ লিভিং লিজেন্ডস- এর উদ্যোগে মুক্তিযুদ্ধের
কমিক্স প্রকাশ
নিজস্ব প্রতিবেদন
আমাদের শিসু কিশোরেরা কাদের মহানায়ক বা সুপার হিরো মনে করে? টারজান, সুপারম্যান,স্পাইভারম্যান কিংবা হাল আমলের কৃষ। --এরাই তো শিশু-কিশোরদের কাছে সুপার হিরো। এদের সম্পর্কে শিশু-কিশ্যেরদের যেমন আগ্রহ বা তাদের মনজুড়ে এরা যে স্থান নিয়ে আছে, আমাদের ইতিহাসের সত্যিকারের সুপার হিরো মুক্তি যোদ্ধাদের সম্পর্কে কি তেমন কোন আগ্রহ বা স্থান্তাদের মনে আছে? মাশূক, ইমতিয়াজ, সাদিয়াদের মতনতুন প্রজন্মের তরুণেরা মনে করেন উপস্থাপনের ত্রুটির কারনেই শিশু কিশোরদের মনে মুক্তি যোদ্ধাদের সম্পর্কে কোন আগ্রহ জন্মানো যায়নাই । মুক্তিযুদ্ধ যাদুঘরের সহায়তায় বর্নিল ছবি সহ শিশু কিশোরদের উপযোগী কমিকস ও স্টিকার প্রকাশের উদ্যোগ নেন তাঁরা। গতকাল উন্মোচিত উইথ লিভিং লিজেন্ডস শিরোনামে মুক্তিযুদ্ধ ভিত্তিক কমিকস সিরিজের প্রথম বইটির নাম ' তাজ্জা'।