Back to all Post

ইরান শিল্পকলা উৎসবে বাংলাদেশের শিল্পীর পুরস্কার লাভ – প্রথম আলো

ইরানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৯ থেকে ১৮ সেপ্টেম্বর ইরানের গরগান শহরে অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক তরুণ শিল্পী শিল্পকলা উৎসবে
বাংলাদেশের শিল্পী মো হাসান মোর্শেদ, চিত্রকলায় প্রথম পুরস্কার লাভের গৌরব অর্জন করেন। ১২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পী হাসান মোর্শেদকে
পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ‘তিনি এক হাজার ৫০০ মার্কিন ডলার, ‘সনদ্‌ ও ট্রফি গ্রহণ করেন। উল্লেখ্য, এই আন্তর্জাতিক উৎসবে ২১টি দেশের
দুই শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন। হাসান মোর্শেদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রাচ্যকলা বিভাগে এমএফএ প্রথম পর্বে অধ্যয়ন করছেন।
বিজ্ঞপ্তি । 25/09/2011 ঢাকা

Add Your Comment

free counters

Hasan Morshed © 2024. All Rights Reserved