কবিতা, গল্প, অঙ্কন বা যে কোন মাধ্যম- এর উপস্থাপনা যখন সময় কে প্রতিফলিত করে তখন এতোটুকু বুঝা যায় যে এর একটি ঐতিহাসিক গ্রহণযোগ্যতা আছে বা তৈরি হবে। এবং সর্বপরি লেখিকার লেখনীতে আছে প্রচণ্ড মানসিক শক্তি, প্রতীবাদ, সম্ভাবনা, আশ্বাস, সান্ত্বনা, আর মহান সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাসের আলোকবর্তিকা। লেখিকার শিশুকাল অতিবাহিত হয়েছে তাঁর নানা মোহাম্মদ আমিরুল হক এর স্নেহ সান্নিদ্ধে যিনি একাধারে সিদ্ধেশ্বরী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।
For Order: