অনন্যা – ২০১০ ফেব্রুয়ারি ১৬:২৮ সংখ্যা ০৯ বর্ষ ২২


অনন্যা – সাম্প্রতিক

 

স্বশব্দের নিঃশব্দ উচ্চারণ

 

১৬ই ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ স্বাধীনের পরেও এদেশে বহু বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ হত্যা করা হয়।’রাজাকার, আলবদর, আল সামস ইত্যাদির সহায়তায় এমনকি মিরপুর স্বাধীন হয় ৩১ জানুয়ারি ১৯৭১ সালে ৷ এই অল্প সময়ের মধ্যে মিরপুর জল্লাদখানা বদ্ধভূমিতে নির্বিচারে হত্যা করা হয় বহু বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ। দুঃখজনক বিষয় স্বাধীনতার ৩৬ বছর পরেও অপরাধীদের কোনো বিচার হয় নাই। এই চলমান চিত্রটিতে কালো মানুষটি বদ্ধডূমির প্রতীক যার বুকের ইতিহাস রক্তিম লাল এবং তার ভেতর থেকে বেড়িয়ে আসা চারজন লাল মানুষ বদ্ধভূমির সন্তান যারা আজ মিরপুর যুক্ত দিবসে বর্তমানে প্রজন্রে কাছে ঘুরে দুটো প্রশ্ন করে বেড়াচ্ছে। তা হল-

 

১.আমরা কেন এই নির্মম ইতিহাস ভুলতে বসেছি?
২. আদৌ কি তোমরা আমাদেরকে বিচারের দিনটি দিতে পারবে?

 

মিরপুর মুক্ত দিবসে এই চলমান শিল্প টি করেছেন শিল্পী হাসান মোর্শেদ ও ‘ জীবন্ত কিংবদন্তীদের সাথে’ এর নাফিজ, ইমন, সুমন ও পায়েল।

 

২০১০ ফেব্রুয়ারি ১৬:২৮ সংখ্যা ০৯ বর্ষ ২২

 

free counters

Hasan Morshed © 2024. All Rights Reserved