ইরান-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি-শিল্পী হাসান মোর্শেদ এর অংশগ্রহণ-নিউজলেটার ভলিউম ৩৮


নিউজলেটার

ভলিউম ৩৮। সংখ্যা ৪,জুলাই- আগস্ট ২০১৬


ইরান-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি-শিল্পী হাসান মোর্শেদ এর অংশগ্রহণ
মুহাম্মাদ হাসান মোর্শেদ ও কেমবিজ সাবরি - ছবি ক্যপশন


প্রথম ইরান বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রাম এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়ে গেলো জুলাই ২৯, ২০১৬ তে তেহরানের মহসিন গ্যালারির দারবাস্ত গ্যালারিতে । এই অনুষ্ঠানের আয়োজক ইরানের একটি বেসরকারি সাংস্কৃতিক বিনিময় সংস্থা 'খোশ্‌ক' ৷ এই প্রোগ্রামের রেসিডেন্সির দায়িত্ব নিয়েছিল তেহরানের 'খোশ্‌ক' ও বাংলাদেশের পাঠশালা মিডিয়া ইন্সটিটিউট । নির্বাচিত শিল্পীদ্বয় হলেন মুহাম্মাদ হাসান মোর্শেদ (বাংলাদেশ) এবং হামিদ জাবেরহা (ইরান) ৷ প্রথম পর্বে মুহাম্মাদ হাসান মোর্শেদ নির্বাচিত হয়ে মাসব্যাপী 'খোশ্‌ক” রেসিডেন্সির এর তত্ত্বাবধানে তেহরানে তার প্রোজেক্ট এবং কনসেপ্ট নিয়ে কাজ করেন হামিদ জাবেরহা এবং অন্যান্য বিদেশি শিল্পীর সাথে । এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় একটি ওপেন স্টুডিওর মাধ্যমে ৷ সেখানে প্রদর্শিত হয় হামিদ জাবেরহা এবং হাসান মোর্শেদ এর তিনটি প্রোজেক্ট এবং ইরানের আমিন বাগেরি ও সাউথ আফ্রিকান আর্টিস্ট দের আরও তিনটি প্রোজেক্ট । হাসান মোর্শেদ দুটি প্রোজেক্ট নিয়ে কাজ করেন । তার ভিডিও আর্টের নাম “জিন্দেগি ভা জামান' এবং আরেকটির নাম “এক্সিস্টেন্স' যা ২০১৫ সালে শুরু হওয়া একটি ফটোগ্রাফিক প্রেজেন্টেশন । এর পরিসমাপ্তি একটি জল রং এ আঁকা পেইন্টিং দিয়ে । “জিন্দেগি ভা জামান' ভিডিও কর্মটির মূল বিষয়বস্তু মানুষের জীবন ও সময় ৷ এ প্রোজেক্ট প্রসঙ্গে শিল্পী মোর্শেদ বলেন, 'আমি তেহরানের টাইম মিউজিয়াম এবং ওয়াটার মিউজিয়াম পরিদর্শন করি ৷ সেখান থেকেই আমার এই পরিকল্পনার সূত্রপাত হয় । আমি বুঝাতে চেয়েছি আমাদের জীবন পানির মতো বহমান এবং চলমান । আর এই জীবন সময়ের উপহার । মহান আল্লাহ্‌ বলেছেন, “তোমরা সময়কে গালি দিও না; কারণ, আমি সময়” । আমি পানির একটি ধারাকে ক্যামেরাবন্দি করে তা ঘড়ির ডায়ালের ভেতরে প্রোজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেছি। যার নিচের অংশে ছিল একটি পেন্ডুলাম । এটি ছিল ২ মিটার লম্বা একটি উপস্থাপনা । আর 'এক্সিস্টেন্স' নামের স্থাপনাটি একটি জলরং এ আকা পেইন্টিং যা মূলত আমার ২০১৫ সালে শুরু করা একটি ফটোগ্রাফিক উপস্থাপনার শেষ অংশ । এটার বিষয়বস্তু ছিল একটি অনুপস্থিত সত্তা- যা আমাকে ঘিরে থাকে । একটি পবিত্র অনুপস্থিতি ।

free counters

Hasan Morshed © 2024. All Rights Reserved